একচেটিয়া বাজারের ভারসাম্য
Equilibrium in Monopoly
যে বাজারে একজন মাত্র বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে দ্রব্য বিক্রি করে এবং যেখানে দ্রব্যটির কোন ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য থাকে না সেই বাজারকে একচেটিয়া বাজার বলে।
এই ধরনের বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় তা জানার জন্য একচেটিয়া ফার্মের ভারসাম্য কোথায় হয় তা জানা দরকার। আমরা ধরে নিচ্ছি যে একচেটিয়া ফার্মের উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিক করা। যেখানে একচেটিয়া ফার্ম সর্বাধিক মুনাফা পাবে সেখানে একচেটিয়া ফার্ম ভারসাম্য অর্জন করবে।
একচেটিয়া বাজারে মুনাফা সর্বাধিক করার প্রথম শর্ত হল MR = MC অর্থাৎ প্রান্তিক রেভিনিউ = প্রান্তিক ব্যয় হওয়া দরকার।
মুনাফা সর্বাধিক করার দ্বিতীয় শর্ত হল MRরেখার ঢাল MC রেখার ঢালের চেয়ে কম হবে। এই শর্তটি পালিত হবে যখন MC রেখা MR রেখাকে নিচের থেকে ছেদ করবে।
সুতরাং দেখা যাচ্ছে যে একচেটিয়া বিক্রেতার সেই বিন্দুতে ভারসাম্য হবে যেখানে
- MR =MC
- MC রেখা MR রেখাকে নিচের থেকে ছেদ করবে।
লক্ষ্য করার বিষয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের জন্য MC রেখা উর্ধ্বমুখী হওয়া দরকার। কিন্তু একচেটিয়া ফার্মের ভারসাম্যের জন্য MC রেখা উর্ধ্বমুখী না হলেও চলবে। যেটা দরকার সেটা হলো যে নিচের থেকে ছেদ করে।
চিত্রে একচেটিয়া ফার্মের ভারসাম্য অবস্থা দেখানো হল।এই চিত্রে E বিন্দুতে MR এবং MC রেখা পরস্পরকে ছেদ করেছে। তাছাড়া E বিন্দুতে MR রেখার ঢাল ঋনাত্মক এবং MC রেখার ঢাল ধনাত্মক। সুতরাং MR এর ঢাল < MC এর ঢাল ।সুতরাং E বিন্দু হল একচেটিয়া ফার্মের ভারসাম্যবিন্দু ।
OP হবে একচেটিয়া বিক্রেতার ভারসাম্য দাম। এই ভারসাম্য অবস্থায় অর্থাৎ যখন OQ পরিমান দ্রব্য উৎপাদিত হচ্ছে তখন দাম BQ আর গড় ব্যয় DQ । যেহেতু BQ > DQ সুতরাং P > AC। এই অবস্থায় একচেটিয়া বিক্রেতা স্বাভাবিকের চেয়ে বেশি মুনাফা পাচ্ছে। আর এই মুনাফার পরিমাণ হল FDBP.
