ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
শুমারি জরিপ ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য নির্দেশ করো। Write the difference between Census and sample survey. (Statistics questions and answers bangla)
শুমারি জরিপ ও নমুনা জরিপের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
Write the difference between Census and sample survey.
তথ্য সংগ্রহের জন্য শুমারী জরিপ ও নমুনা জরিপ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। পদ্ধতি দুটির মধ্যে উদ্দেশ্যগত দিক থেকে তেমন কোন পার্থক্য না থাকলেও পদ্ধতিগত ,সময়, ব্যয়ভার, ব্যাপকতা প্রভৃতি দিক থেকে অনেক পার্থক্য রয়েছে । পার্থক্য গুলি হল -
১) শুমারী পদ্ধতিতে সমগ্রকের প্রতিটা একক থেকে তথ্য সংগ্রহ করা হয় অন্যদিকে নমুনা জরিপ পদ্ধতিতে সমগ্রকের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশকে নমুনা হিসেবে বাছাই করে তার ওপর তথ্য সংগ্রহ করা হয়।
২) শুমারি জরিপে সময়, শ্রম ,অর্থ অনেক বেশি লাগে অন্যদিকে নমুনা জরিপে সময় ,শ্রম ও অর্থ কম লাগে।
৩) শুমারী জরিপের ক্ষেত্র অনেক বড় হয় অপরপক্ষে নমুনা জরিপের ক্ষেত্র অপেক্ষাকৃত ছোট হয়।
৪)শুমারী জরিপ তুলনামূলকভাবে কম বিজ্ঞানভিত্তিক অপরপক্ষে নমুনা জরিপ একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি।
৫)প্রধানত লোকগণনার ক্ষেত্রে শুমারী পদ্ধতি অনেক বেশি ব্যবহার করা হয় অপরপক্ষে যে কোন গবেষণার জন্য নমুনা জরিপ অনেক বেশি উপযোগী ।