স্বল্পকালে কোন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কে দুটি ভাগে ভাগ করা যায় -
1) স্থির ব্যয় ও 2) পরিবর্তনশীল ব্যয়।
স্থির ব্যয় - যে ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না,উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে যে ব্যয় একই থাকে তাকে বলে স্থির ব্যয়।
পরিবর্তনীয় ব্যয় - উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে বলে পরিবর্তনীয় ব্যয় ।
স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য গুলি হল -
1) স্থির ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে এই ব্যয় একই থাকে।
অন্যদিকে পরিবর্তনীয় ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে ।উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনীয় ব্যয় পরিবর্তিত হয়।
2)স্থির উপাদান নিয়োগ করতে যে ব্যয় হয় তা হল স্থির ব্যয় ।
অন্যদিকে পরিবর্তনীয় উপাদান নিয়োগ করতে যে ব্যয় হয় তা হল পরিবর্তনীয় ব্যয় ।
3) মোট উৎপাদন শূন্য হলেও স্থির ব্যয় মেটাতে হয়।
অন্যদিকে, উৎপাদনের পরিমাণ শূন্য হলে পরিবর্তনীয় ব্যয়ও শূন্য হবে।
4)স্থির ব্যয় কেবলমাত্র স্বল্পকালেই হয়ে থাকে।
অন্যদিকে পরিবর্তনশীল ব্যয় স্বল্পকাল এবং দীর্ঘকাল দুই সময়ই হয়ে থাকে।
5)স্থির ব্যয় কে সহজে নিয়ন্ত্রণ করা যায় না।
অন্যদিকে,পরিবর্তনীয় ব্যয় কে সহজে নিয়ন্ত্রণ করা যায়।
6) স্থির ব্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় কর্মচারীর বেতন, যন্ত্রপাতির অবচয়, বাড়ির অবচয় ও মেরামতির জন্য ব্যয়, জমি রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় ইত্যাদি ।
অন্যদিকে পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে কাঁচামাল সংক্রান্ত ব্যয়, শ্রমজনিত প্রত্যক্ষ ব্যয়, নির্দিষ্ট মূলধনকে চালু রাখার জন্য ব্যয় ইত্যাদি ।
