মোট উৎপাদন , গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো।
উৎপাদন তত্ত্বে তিনটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা হল মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন।
মোট উৎপাদন
নির্দিষ্ট পরিমাণ উপাদান ব্যবহার করে উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারে তাকে বলে মোট উৎপাদন।
গড় উৎপাদন
কোন উপাদানের গড় উৎপাদন হল ওই উপাদানের একক পিছু মোট উৎপাদন অর্থাৎ কোন উপাদানের মোট উৎপাদনকে ওই উপাদান ব্যবহারের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হল গড় উৎপাদন।
প্রান্তিক উৎপাদন
উৎপাদন প্রতিষ্ঠানের কলাকৌশল বিষয়সমূহ স্থির রেখে এবং অন্যান্য সমস্ত উপাদানের নিয়োগ স্থির রেখে কোন উপাদানের নিয়োগ এক একক বাড়ালে বা কমালে উৎপাদন যে পরিমাণ পরিবর্তিত হয় তাকে বলে ওই উপাদানের প্রান্তিক উৎপাদন।
এই তিনটি ধারণার মধ্যে সম্পর্ক একটি সারণির মাধ্যমে ব্যাখ্যা করা হল -
![]() |
মোট উৎপাদন , গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক
X2 উপাদানটিকে স্থির রেখে X1 উপাদানটি ক্রমাগত বাড়ানো হচ্ছে ।যখন X1 উপাদানটি এক ইউনিট নিয়োগ করা হচ্ছে তখন মোট উৎপাদন 10 ইউনিট সুতরাং গড় উৎপাদন হবে 10/1 বা 10 ইউনিট এবং প্রান্তিক উৎপাদন হবে 10 ইউনিট ।
এখন মনে করা যাক, X1 উপাদানটি দুই ইউনিট নিয়োগ করা হল এবং তার ফলে মোট উৎপাদন হল 26 ইউনিট। গড় উৎপাদন হবে 26/2= 13 ইউনিট । দ্বিতীয় ইউনিট নিয়োগ করার ফলে মোট উৎপাদন (26 -10) = 16 ইউনিট বৃদ্ধি পাচ্ছে এই 16 ইউনিট হল দ্বিতীয় ইউনিটের প্রান্তিক উৎপাদন।
সুতরাং উপরের সারণী থেকে আমরা মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক গুলো পেতে পারি সেগুলি হল -
- প্রথম ইউনিট উপাদান নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন একই থাকে।
- যখন মোট উৎপাদন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন ধনাত্মক, যখন মোট উৎপাদন একই আছে তখন প্রান্তিক উৎপাদন শূন্য এবং যখন মোট উৎপাদন কমে তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক।
- গড় উৎপাদন কখনো শূন্য বা ঋণাত্মক হতে পারে না। যদি মোট উৎপাদন শূন্য হয় তাহলেই গড় উৎপাদন শূন্য হতে পারে।
- প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে। মোট উৎপাদন একই থাকলে প্রান্তিক উৎপাদন শূন্য হয় এবং মোট উৎপাদন হ্রাস পেলে প্রান্তিক উৎপাদনও ঋণাত্মক হয়।
- যখন গড় উৎপাদন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন অপেক্ষা বেশি হয়। যখন গড় উৎপাদন কমে তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন অপেক্ষা কম হয় এবং যখন গড় উৎপাদন একই থাকে তখন প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন সমান হয়।
- সমস্ত প্রান্তিক উৎপাদন গুলির যোগফল মোট উৎপাদন। যেমন প্রথম ইউনিটের প্রান্তিক উৎপাদন10 ইউনিট আবার প্রথম ইউনিট নিয়োগ করার ফলে মোট উৎপাদন ও 10 ইউনিট। প্রথম ইউনিটের প্রান্তিক উৎপাদন 10 ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের প্রান্তিক উৎপাদন 16 ইউনিট এখন 10+16= 26 ইউনিট হল দুই ইউনিট উপাদান নিয়োগ করার ফলে মোট উৎপাদন।

