উৎপাদনের সময়কাল - স্বল্পকাল ও দীর্ঘকাল Short run and Long run in production. স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদনের ধারণার মধ্যে পার্থক্য Distinguish between the concepts of short run and long run production.
উৎপাদনের সময়কাল - স্বল্পকাল ও দীর্ঘকাল
Short run and Long run in production.
স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদনের ধারণার মধ্যে পার্থক্য
Distinguish between the concepts of short run and long run production.
উৎপাদনের সময় কালকে আমরা দু ভাগে ভাগ করতে পারি স্বল্পকাল এবং দীর্ঘকাল।
স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি যার মধ্যে সমস্ত উৎপাদনের উপাদানকে পরিবর্তন করা যায় না।সেই জন্য স্বল্পকালে উপাদান গুলিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হল স্থির উপাদান আর অন্যটি হল পরিবর্তনীয় ব্যয়।
অন্যদিকে দীর্ঘকাল বলতে আমরা এমন সময়কে বুঝি যে সময় সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় ,কোন উপাদানের স্থির উপাদান থাকে না। এখানে ঠিক কতটা সময়কে দীর্ঘকাল হিসেবে ধরা যাবে তার কোন নির্দিষ্ট নিয়ম নেই। বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকাল বিভিন্ন সময় হতে পারে। যেসব দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উপাদানগুলিকে শীঘ্র পরিবর্তন করা যায় সেগুলোর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময়কে দীর্ঘকাল হিসেবে ধরা যেতে পারে। কিন্তু যেসব দ্রব্যের ক্ষেত্রে উপাদান গুলিকে শীঘ্র পরিবর্তন করা যায় না সেগুলোর ক্ষেত্রে দীর্ঘকাল অপেক্ষাকৃত বড় সময় হবে। যেমন ধান উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকাল হবে তুলনামূলকভাবে ছোট এবং লোহা ও ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকল হবে তুলনামূলক বড় ।
উৎপাদনের স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য
- উৎপাদনের স্বল্পকালের উপাদানগুলি দুটি ভাগে বিভক্ত একটি হলো স্থির উপাদান এবং অপরটি হল পরিবর্তনশীল উপাদান। কিন্তু দীর্ঘকালের সকল উপাদানই হলো পরিবর্তনশীল উপাদান, স্থির উপাদান বলে কিছু নেই।
- উৎপাদনের স্বল্পকালে ব্যয়ের দুটি অংশ একটি হলো স্থির ব্যয় আর অপরটি হল পরিবর্তনীয় ব্যয়। কিন্তু দীর্ঘকালের সমস্ত ব্যয় হলো পরিবর্তনীয় ব্যয়, স্থির ব্যয় বলে কিছু নেই।
- যেকোনো উৎপাদনের পরিমাণে দীর্ঘকালের ব্যয় স্বল্পকালের ব্যয় থেকে বেশি হতে পারে না।