পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম (laws of variable proportions and laws of return to scale)
পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম (laws of variable proportions and laws of return to scale)
উপাদানের পরিমাণ পরিবর্তিত হলে কিভাবে মোট উৎপাদন পরিবর্তিত হবে সে সম্পর্কে দুটি নিয়ম আছে। একটি হলো পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবং অপরটি হল মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম।
পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি(Laws of variable proportions)
অন্যান্য উৎপাদনের উপাদানকে অপরিবর্তিত রেখে যদি একটি উপাদানকে ক্রমাগত বাড়ানো হতে থাকে তাহলে ওই উপাদানের বিভিন্ন ইউনিটের মোট উৎপাদন প্রথমের দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে তবে মোট উৎপাদন বৃদ্ধির হার ক্রমে ক্রমে কমে আসবে। অর্থাৎ পরিবর্তনশীল উপাদানটির গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন প্রথমের দিকে বাড়লেও পরে কমবে। যেহেতু পরিবর্তনশীল উপাদানটির গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন অবশেষে কমে আসছে সেজন্য এই নিয়মটিকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ও বলা হয়।
সুতরাং এই নিয়মটি থেকে কতকগুলি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে।
- একটি উপাদানকেই কেবলমাত্র পরিবর্তন করা হবে এবং অন্যান্য উপাদানকে স্থির রাখা হবে।
- এই নিয়মটি বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া গেছে কোন তথ্য থেকে পাওয়া যায়নি।
- এখানে বলা হয়েছে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমবে কিন্তু মোট উৎপাদন কমবে না।
- প্রথমদিকে পরিবর্তনশীল উপাদানটি বাড়ানোর সাথে সাথে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বাড়তে পারে কিন্তু অবশেষ তারা অবশ্যই কমবে।
- উৎপাদন পদ্ধতিতে কোন পরিবর্তন হচ্ছে না বলে ধরে নেওয়া হয়।
মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম (Laws of return to scale)
মাত্রাবৃদ্ধির প্রতিদান বলতে আমরা উৎপাদনের মাত্রা পরিবর্তনের সঙ্গে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সম্পর্ককে বুঝে থাকি। যখন উৎপাদনের সবকটি উপাদানকে একসঙ্গে একেবারে পরিবর্তন করা হয় তখন বলা হয় যে উৎপাদনের মাত্রা পরিবর্তিত করা হয়েছে।
মাত্রাবৃদ্ধির প্রতিদান তিন ধরনের হতে পারে -
সমাহার মাত্রাবৃদ্ধির প্রতিদান - যদি উৎপাদন পদ্ধতিতে দেখা যায় যে উপাদানগুলি যে হারে বাড়ানো হচ্ছে মোট উৎপাদন ও সেই হারে বাড়ছে তাহলে সেখানে বোঝা যাবে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হচ্ছে ।
ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান - যদি দেখা যায় উপাদানগুলি যে হারে বাড়ানো হচ্ছে মোট উৎপাদন তার থেকে বেশি হারে বাড়ছে তাহলে ক্রমবর্ধমান মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকরী হচ্ছে বলা যাবে ।
ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান - উপাদানগুলি যে হারে বাড়ানো হয় মোট উৎপাদন যদি তার থেকে কম হারে বাড়ে তাহলে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান কার্যকরী হচ্ছে।
নিয়মগুলি কোন ক্ষেত্রে কার্যকরী হবে?
স্বল্পকালে সব উপাদান পরিবর্তন করা যায় না তাই পরিবর্তনের অনুপাতের নিয়মটি স্বল্পকালে প্রযোজ্য।
অন্যদিকে দীর্ঘ কালে আমরা সব উপাদানকে একই সঙ্গে একই হারে বাড়াতে বা কমাতে পারি অর্থাৎ পরিবর্তন করতে পারি। দীর্ঘকালের কোন স্থির উপাদান থাকে না। সেজন্য মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি দীর্ঘকালে প্রযোজ্য।