পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfectly competitive market) কাকে বলে?পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfectly competitive market) কাকে বলে?পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং প্রত্যেকেই একটি সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়।
পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য (characteristics or features of a perfectly competitive market) :-
১) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। প্রত্যেক ক্রেতা বাজারের মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশ দখল করে থাকে। তেমনি প্রতি বিক্রেতা ও বাজারের মোট জোগানের অতি ক্ষুদ্র অংশ জোগান দিয়ে থাকে। ফলে কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা একক ভাবে দাম কে প্রভাবিত করতে পারে না।
২) পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে। সমজাতীয় দ্রব্য বাজারে বিক্রি হওয়ার ফলে বাজারে একটি মাত্র দাম ই থাকবে যে দামে দ্রব্যটি কেনাবেচা হবে।
৩) পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন সময় নতুন ক্রেতা ও বিক্রেতা বিনা বাধায় বাজারে প্রবেশ করতে পারে এবং পুরনো ক্রেতা ও বিক্রেতা ইচ্ছা করলে বাজার ছেড়ে চলে যেতে পারে।
৪) পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্ম গুলি যে সমস্ত উপাদান ব্যবহার করে সেগুলো সম্পূর্ণরূপে গতিশীল। এর অর্থ হল উপাদানগুলি অবাধে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যবহার থেকে অপর ব্যবহারে স্থানান্তরিত হতে পারে। যেমন শ্রমের বাজারে গতিশীলতা থাকার জন্য সমস্ত ফার্মেই একই মজুরির হার বলবৎ থাকবে।
৫) এই বাজারে ফার্মগুলো শুধুমাত্র উৎপাদন ব্যয় বহন করে। দ্রব্য বিক্রয়ের জন্য ব্যয় অর্থাৎ বিক্রয় ব্যয় বহন করতে হয় না।
৬) এই বাজারে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে।অর্থাৎ প্রতিটি ক্রেতা জানে দ্রব্যটি কি দামে বিক্রি হচ্ছে আবার প্রত্যেকটি বিক্রেতাও জানে দ্রব্যটি কি দামে বিক্রি হচ্ছে। ফলে কেউ বেশি বা কম দাম আদায় করতে পারে না এবং বাজারে একটিমাত্র দাম ই চালু থাকে।