বিচ্ছিন্ন চলক - যে সংখ্যাবাচক চলক কেবলমাত্র গণনাযোগ্য পৃথক পৃথক পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করে, তাকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যেমন - পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংখ্যা ইত্যাদি।
অবিচ্ছিন্ন চলক - যে সংখ্যাবাচক চলক কোনো একটি পরিসীমার মধ্যে যে কোনো বাস্তব, পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করতে পারে, তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন - আয়, উৎপাদন,ওজন, উচ্চতা ইত্যাদি।
বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য গুলি হল -
১) বিচ্ছিন্ন চলকের মান গুলিকে গণনা করা যায়।
অন্যদিকে, অবিচ্ছিন্ন চলকের মান গুলিকে গণনা করা যায় না, তবে পরিমাপ করা যায়।
২) বিচ্ছিন্ন চলকের মানগুলি সব সময় পূর্ণ সংখ্যায় হয়।
অন্যদিকে, অবিচ্ছিন্ন চলকের মানগুলি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দুই হতে পারে।
৩) বিচ্ছিন্ন চলকের মানগুলি ধারাবাহিক হয় না।
অন্যদিকে, অবিচ্ছিন্ন চলকের মান গুলি ধারাবাহিক হয়।
৪) বিছিন্ন চলকের কোনো শ্রেণী সীমা থাকে না।
অন্যদিকে অবিচ্ছিন্ন চলকের শ্রেণী সীমা থাকে।
৫) বিছিন্ন চলকের মান সসীম বা অসীম হতে পারে।
অবিচ্ছিন্ন চলকের মান সর্বদাই অসীম হয়।
৬) বিচ্ছিন্ন চলকের মান গুলি একটিকে অন্যটি থেকে পৃথক করা যায়।
অন্যদিকে, অবিচ্ছিন্ন চলকের মান গুলি একটিকে অন্যটি থেকে পৃথক করা যায় না।
৭) বিচ্ছিন্ন চলককে গণনা ও অনুমানের সাহায্যে বিশ্লেষণ করতে হয়।
অন্যদিকে,অবিচ্ছিন্ন চলককে পরিসংখ্যানিক পদ্ধতিতে বিশ্লেষণ করতে হয়।
