What are the different parts of a table ?
একটি আদর্শ সারণির প্রধান অংশ গুলি কি কি ?
একটি আদর্শ সারণির বিভিন্ন অংশ (parts of an ideal table)
একটি আদর্শ সারণির কতকগুলি মূল উপাদান বা অংশ থাকে। সেগুলি হল-
- সারণি সংখ্যা (table number)
- শিরোনাম (title )
- সারি শিরোনাম এবং বিবরণ লিপি (Row heading and stub)
- কলম শিরোনাম (Column heading)
- মূল অংশ (Body)
- উৎস (Source)
- পাদটীকা (foot note)
![]() |
| Click the picture |
সারণি সংখ্যা - সারণির শুরুতেই একটি সারণি নম্বর দিতে হয় যাতে অনেক সারণির মধ্যে সহজেই এটিকে সনাক্ত করা যায়।
শিরোনাম - সারণির উপরিভাগে একটি শিরোনাম দিতে হয়। যা থেকে সারণির বিষয়বস্তু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
সারি শিরোনাম এবং বিবরণ লিপি -সারির বিষয়বস্তু সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য সারির একটি শিরোনাম দেওয়া হয়।এটি সারণির বাঁদিকে প্রথম কলামের উপরে লেখা হয়।এরপর বিবরণ লিপি বা stub এই বাঁদিকের কলমের সারিগুলিতে পরপর লিখতে হয়।
কলম শিরোনাম - একটি সারণির মধ্যে একের বেশি কলম থাকে। বাঁ দিকের প্রান্তীয় কলমটি বাদ দিয়ে অন্যান্য কলমের ওপরে যে শিরোনাম লেখা হয় তাকে কলম শিরোনাম বা coloum heading বলে ।
মূল অংশ - মূল অংশে সংগ্রহ করা সংখ্যাগত তথ্যগুলিকে সারি ও কলাম ধরে বিষয়বস্তু আকারে লিপিবদ্ধ করা হয়। এটি সারণির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
উৎস - সংগ্রহ করা তথ্য কোথা থেকে পাওয়া গেছে তা লেখা জরুরি।উৎস সাধারণত সারণির নিচের ডান বা বাম দিকে থাকে ।
পাদটীকা - সারণির বিষয়বস্তু বা তথ্যের কোন অংশের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হলে সারণির নিচে বাম দিকে সংক্ষেপে উল্লেখ করতে হয়।
