নতুন বিলি বাজার (Initial Public Offer or IPO) কি?
যে বাজারে নতুন শেয়ার বিক্রির জন্য উপস্থাপিত করা হয় অর্থাৎ যে শেয়ার আগে বিক্রির জন্য উপস্থাপিত হয়নি, এই প্রথম বিক্রির জন্য ক্রেতাদের তাদের সামনে হাজির করা হচ্ছে, সেই বাজারকে নতুন বিলি বাজার (New Issue Market বা IPO) বলা হয়।এই বাজার কে প্রাথমিক বাজারও বলা হয়ে থাকে।
নতুন বিলি বাজারের সদস্য কারা?
যে সমস্ত কোম্পানি এই নতুন লগ্নিপত্র বাজারে ছাড়ে এবং যে সমস্ত সংস্থা বা ব্যক্তি এই নতুন লগ্ন পত্রের লেনদেন ,বাট্টা, বিক্রি ইত্যাদির সঙ্গে যুক্ত তারা সকলেই নতুন বিলি বাজারের সদস্য বা এই বাজারের অংশ।
নতুন বিলি বাজার কি কাজ করে?
নতুন বিলি বাজার সঞ্চয়কারীদের থেকে তহবিল সংগ্রহ করে। তারপর সেই তহবিল ঋণগ্রহীতাদের দেয় উৎপাদন কাজকর্ম চালানোর জন্য ।এখানে সঞ্চয়কারীরা হল জনসাধারণ, বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি প্রভৃতি।
আর এই তহবিলের ব্যবহারকারীরা হল কর্পোরেট হাউস অর্থাৎ বিভিন্ন কোম্পানি।
নতুন বিলি বাজারের প্রধান কাজগুলোকে তিনটে স্তরে ভাগ করা যেতে পারে। সেগুলি হল -
নতুন ইশ্যুর সৃষ্টি ( Origination of new issues)
অবলেখন (Under writing)
নতুন ইশ্যু বন্টন ( Distribution of new issues)
নতুন ইশ্যু সৃষ্টি কি?
নতুন সৃষ্টি বলতে নতুন কোন প্রকল্প প্রস্তাবের অনুসন্ধান, বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণ সবকিছুকেই বোঝায়। কোন ইশ্যু বাজারে বিক্রির জন্য উপস্থাপনের আগেই এটা শুরু হয়।
অবলেখন কি?
শুধু নতুন ইশ্যু সৃষ্টি বা উদ্ভাবন করলেই সাফল্য নিশ্চিত করা যায় না অর্থাৎ সেটি যে বাজারে বিক্রি হবেই তার কোন গ্যারান্টি নেই। নতুন ইশ্যুকে সফলভাবে বাজারীকরণ করতে হলে তার অবলেখন বা বিক্রির দায় গ্রহণের কাজটিও করতে হবে। অবলেখন হল একটি চুক্তি যার দ্বারা অবলেখক ফার্ম বা প্রতিষ্ঠান নতুন ইস্যুটির একটি নির্দিষ্ট সংখ্যক অবিক্রিত শেয়ার বা ঋণপত্র কিনে নেওয়ার অঙ্গীকার করে থাকে। যদি সবটাই বিক্রি হয়ে যায় তাহলে অবলেখকের আর ইস্যুটি কেনার কোন দায় থাকবে না। যদি সেই ইশ্যুর একটি অংশ অবিক্রীত থাকে তাহলে অবলেখন চুক্তি মত ওই অবিক্রীত পরিমাণের একটি অংশ অথবা সবটা কিনে নেয়।
নতুন ইশ্যু বন্টন কিভাবে হয়?
নতুন ইস্যুর বন্টন বলতে অন্তিম লগ্নিকারীর কাছে লগ্নী পত্রের বিক্রি করাকে বোঝায়। প্রাথমিক বাজারের দালাল এবং প্রতিনিধিরা এই কাজটা করে থাকে।নতুন ইস্যু বন্টনের জন্য নানা পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলি হল - নিয়মাবলী পত্রের মাধ্যমে জনগণের কাছে বিলি, মুক্তির জন্য প্রস্তাব, উপস্থাপন করা, অগ্রাধিকার বিলি, বুক বিল্ডিং পদ্ধতি।
