ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
প্রাথমিক রাশিতথ্য এবং গৌণ রাশিতথ্যের পার্থক্য লেখো। Mention the difference between Primary data and secondary data.( Statistics questions and answers)
প্রাথমিক রাশিতথ্য এবং গৌণ রাশিতথ্যের পার্থক্য লেখো ।
Mention the difference between Primary data and secondary data.
১) কোন বিশেষ উদ্দেশ্যে সরাসরি ভাবে অনুসন্ধান ক্ষেত্র থেকে গবেষক বা অনুসন্ধানকারী ব্যক্তি যে তথ্য সংগ্রহ করেন তা হল প্রাথমিক রাশি তথ্য। অপরপক্ষে কোনো ব্যক্তি বা সংস্থা দ্বারা সংগ্রহ করা রাশি তথ্য যখন গবেষক কোনো উদ্দেশ্যে পুনরায় ব্যবহার করে থাকেন, তখন সেই রাশিতথ্যকে গৌণ রাশি তথ্য বলা হয়।
২)প্রাথমিক তথ্য সংগ্রহ করার বিশেষ কতকগুলি পদ্ধতি থাকে সেই কারণে যিনি তথ্য সংগ্রহ করছেন তাঁকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। অন্যদিকে গৌণ তথ্য সংগ্রহে সংগ্রহ করা ব্যক্তিকে প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ না হলেও চলে।
৩)প্রাথমিক তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল অন্যদিকে গৌণ তথ্য সংগ্রহে অর্থ ও সময় কোনটাই বেশি লাগে না।
৪) প্রাথমিক রাশি তথ্য অধিক নির্ভরযোগ্য অপরপক্ষে গৌন রাশিতথ্য সর্বদা নির্ভরযোগ্য নাও হতে পারে।
৫) প্রাথমিক রাশি তথ্য যে সংস্থা সংগ্রহ করে কেবলমাত্র তার তত্ত্বাবধানে থাকে অপরপক্ষে গৌণ রাশি তথ্য অপর সকলের হাতেই থাকে ।