টাকার বাজারের ধারণা , টাকার বাজারের বৈশিষ্ট্য সমূহ , সংগঠিত এবং অসংগঠিত টাকার বাজার , টাকার বাজারের উদ্দেশ্য সমূহ , টাকার বাজারের কার্যাবলী / গুরুত্ব /ভূমিকা Concept of money market, Features of money market, Organised and Unorganised money market, Objectives of money market, Function/Impotance/Role of money market
Concept of money market, Features of money market, Organised and Unorganised money market, Objectives of money market, Function/Impotance/Role of money market.
বাজারের ধারণা , টাকার বাজারের বৈশিষ্ট্য সমূহ , সংগঠিত এবং অসংগঠিত টাকার বাজার , টাকার বাজারের উদ্দেশ্য সমূহ , টাকার বাজারের কার্যাবলী / গুরুত্ব /ভূমিকা
টাকার বাজারের ধারণা (Concept of money market)
যে বাজার স্বল্পকালীন ঋণের যোগান দেয় সেই বাজারকে মূলত টাকার বাজার বলা হয়। অন্যভাবে বলা যায় যে বাজারে স্বল্প মেয়াদী ঋণ হিসেবে টাকার লেনদেন ঘটে তাকে টাকার বাজার বলে।।এখানে স্বল্পকাল বলতে এক বছরের কম সময় কে বোঝায় ।
টাকার বাজারের বৈশিষ্ট্যসমূহ (features of money market) :-
টাকার বাজারের ধারণাটি পরিষ্কারভাবে বোঝার জন্য কতগুলি বৈশিষ্ট্যের সাহায্য নেওয়া যেতে পারে। সেগুলি হল -
১) টাকার বাজারে কমমেয়াদি অর্থাৎ এক বছরের কম সময়ের ঋণ অথবা আর্থিক পরিসম্পদের কেনাবেচা হয়।
২) টাকার বাজারে সাধারণত ফোনের মাধ্যমেই অর্থাৎ মৌখিক কথাবার্তার মাধ্যমেই লেনদেন করা হয়। লিখিত নথিপত্র পরে পাঠানো হয়।।
৩) টাকার বাজারে কোন Broker বা দালাল থাকে না।
৪) টাকার বাজার বিভিন্ন উপ বাজার নিয়ে গঠিত যেমন তলবি অর্থের বাজার , ট্রেজারি বিল বাজার , বাণিজ্যিক বিল বাজার প্রভৃতি।
৫) টাকার বাজারে কেন্দ্রীয় ব্যাংক , বাণিজ্যিক ব্যাংক, অ- ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বাট্টাকারী প্রতিষ্ঠান এবং বিল গ্রহণকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে।
সংগঠিত ও অসংগঠিত টাকার বাজার (Organised and unorganised money market) :-
টাকার বাজার কে দুটি ভাগে ভাগ করা যায় , সংগঠিত টাকার বাজার ও অসংগঠিত টাকার বাজার ।
সংগঠিত টাকার বাজার -
সংগঠিত ক্ষেত্রের সদস্যরা হল সংগঠিত ব্যাংকিং ক্ষেত্র , সমবায় ব্যাংক সমূহ এবং উপ বাজার সমূহ।
বৈশিষ্ট্য :-
১) সংগঠিত বাজারে সুদের হার অপেক্ষা কম ।
২) সংগঠিত টাকার বাজারকে কেন্দ্র ব্যাংক প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে ।
৩) সংগঠিত টাকার বাজারে ঋণের প্রধান হাতিয়ারগুলি হল তলবি ,অর্থ ট্রেজারি বিল, বাণিজ্য বিল প্রভৃতি ।
৪) ক্ষুদ্র ও বৃহৎ কর্পোরেট হাউস এবং সরকার এই বাজারে ঋণের গ্রাহক ।
অসংগঠিত টাকার বাজার-
অসংগঠিত ক্ষেত্রের মধ্যে রয়েছে গ্রামীণ মহাজন ,ব্যবসায়ী, দেশীয় ব্যাংকার, চিটফান্ড প্রকৃতি।
বৈশিষ্ট্য :-
১)অসংগঠিত টাকার বাজারে সুদের হার অপেক্ষাকৃত বেশি।
২)অসংগঠিত টাকার বাজার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন নয়।
৩) অসংগঠিত টাকার বাজারে ঋণের প্রধান হাতিয়ার হল দর্শনী হুন্ডি ও মুদ্দতি হুন্ডি।
৪) অসংগঠিত টাকার বাজারে সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোগ কারীরা ঋণের গ্রাহক।
টাকার বাজারের উদ্দেশ্য সমূহ(Objectives of a money market ) :-
১) স্বল্পকালীন উদ্ভিদ তহবিল নিয়োগ করার সুযোগ প্রদান করা।
২)টাকার বাজারের বিভিন্ন কাজকর্মে হস্তক্ষেপের মাধ্যমে দেশের টাকা বা তারল্যের যোগান নিয়ন্ত্রিত ও প্রভাবিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করা।
৩) কোন প্রতিষ্ঠানের স্বল্পকালীন ঘাটতি কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া ।
টাকার বাজারের কার্যাবলী /গুরুত্ব /ভূমিকাসমূহ:- (Functions/ Importance/Roles of money market)
কোন দেশের টাকার বাজার কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যা ওই দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। টাকার বাজারের গুরুত্বপূর্ণ কার্যাবলী গুলি হল:-
১) টাকার বাজার দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য স্বল্পমেয়াদী ঋণের যোগান দিয়ে থাকে।
২) টাকার বাজার দেশের সঞ্চয় প্রবণতা বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। টাকার বাজার জনসাধারণকে লাভজনক বিনিয়োগের সুযোগ এনে দেয় ফলে জনসাধারণ সঞ্চয়ে উৎসাহী হয়।
৩) টাকার বাজারের মাধ্যমে সরকার সহজেই ঋণ সংগ্রহ করে গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থের যোগান দিতে পারে যা সরকারি বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য করে।
৪) দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট ঋণের পরিমাণ প্রয়োজনে বাড়ায় এবং কমায়। সংগঠিত টাকার বাজার কেন্দ্রীয় ব্যাংকের এই ঋণ নিয়ন্ত্রণের নীতিকে শক্তিশালী ও কার্যকরী করে তোলে।
৫) টাকার বাজার আর্থিক পরিসম্পদের তারল্য এবং নিরাপত্তা বৃদ্ধিতে সাহায্য করে।
৬) টাকার বাজার এক ক্ষেত্রে থেকে অন্য ক্ষেত্রে এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তহবিল স্থানান্তর করে চলনশীলতা বৃদ্ধি করে।