ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
অর্থব্যবস্থার মৌলিক সমস্যা সমূহ/অর্থব্যবস্থার মৌলিক প্রশ্নসমূহ Basic problems of the economy/basic economic questions
অর্থব্যবস্থার মৌলিক সমস্যা সমূহ/অর্থব্যবস্থার মৌলিক প্রশ্নসমূহ
Basic problems of the economy/basic economic questions
মানুষ তার নানা ধরনের কাজকর্মের মধ্য দিয়ে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম চাহিদা পূরণ করে থাকে,তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই সীমিত সম্পদ ও অসীম অভাব দুয়ের এর মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে কতকগুলি সমস্যা সৃষ্টি হয় ,যা অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে পরিচিত।
অধ্যাপক স্যামুয়েলসন পরস্পর নির্ভরশীল তিনটি মৌলিক সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলি হল-
১) কি পরিমানে এবং কি কি উৎপাদন করতে হবে?
২) কিভাবে বা কি উপায়ে ঐ সমস্ত দ্রব্যগুলি উৎপাদন করা হবে?
৩) কার জন্য উৎপাদন করা হবে বা কি ভাবে বন্টন করা হবে?
১)কি পরিমানে এবং কি কি উৎপাদন করতে হবে ?
যেকোনো অর্থ ব্যবস্থায় প্রথম মৌলিক সমস্যা বা প্রশ্ন হল কি কি দ্রব্য ও সেবা উৎপাদন করা হবে এবং কি পরিমানে উৎপাদন করা হবে। সম্পদের সীমাবদ্ধতা এবং অসীম চাহিদাই এই সমস্যা সৃষ্টি করে।
যেমন খাদ্যদ্রব্য উৎপাদন ,বস্ত্র উৎপাদন, মোটরগাড়ি উৎপাদন কোনটা কোন অনুপাতে উৎপাদন করা হবে তা প্রত্যেক অর্থব্যবস্থাকে ঠিক করতে হয়।
২) কিভাবে বা কি উপায়ে ঐ সমস্ত দ্রব্যগুলি উৎপাদন করা হবে?
অর্থব্যবস্থায় দ্বিতীয় মৌলিক সমস্যা হল কিভাবে বা কি উপায়ে নির্বাচিত দ্রব্যগুলো উৎপাদন করা হবে। নির্বাচিত কোনো দ্রব্য কোন উপায়ে, কোন কোন উপাদান ব্যবহার করে বা কোন উৎপাদন পদ্ধতি প্রয়োগ করা হবে তাই হল দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক প্রশ্ন।
৩) কার জন্য উৎপাদন করা হবে বা কিভাবে বন্টন করা হবে।
অর্থব্যবস্থার তৃতীয় মৌলিক সমস্যা হল কার জন্য দ্রব্য গুলি উৎপাদন করা হবে এবং কিভাবে বন্টন করা হবে। এর অর্থ হল উৎপাদিত দ্রব্য সমাজের কোন শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করা হবে তা নির্ধারণ করা।
এছাড়াও অধ্যাপক Lipsey এই তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সঙ্গে আরও তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা উল্লেখ করেছেন। সেগুলি হল -
১) সম্পদ সমূহ কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে?
২) দেশের সম্পদসমূহ কি পূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে?
৩) উৎপাদন ক্ষমতা কি বাড়ছে , না স্থির আছে?
এই সকল মৌলিক সমস্যা গুলি বিভিন্ন অর্থব্যবস্থায় বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করা হয়ে থাকে। আর এই সমস্যা গুলি সমাধান করাই হল অর্থনীতির প্রধান কাজ।