ভারতে দারিদ্র্যতা (Poverty in India) বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র। ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে। ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
লেনদেন উদ্বৃত্ত Balance of payment (Questions and answers) Economics questions and answers ( Calcutta Universtiy)
লেনদেন উদ্বৃত্ত
Balance of payment
(Questions and answers)
১)লেনদেন ব্যালেন্স বা লেনদেন উদ্বৃত্ত বলতে কী বোঝো?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের জনসাধারণের যাবতীয় আর্থিক লেনদেনের ধারাবাহিক হিসাবকে ওই দেশের লেনদেন ব্যালেন্স বা লেনদেন উদ্বৃত্ত বলা হয়।
২) লেনদেন উদ্বৃত্তে সমতা কি?
উত্তর: লেনদেন ব্যালেন্সে দেনার খাতে বিষয়গুলির মোট মূল্য এবং পাওনার খাতে বিষয়গুলোর মোট মূল্য সমান হলে দেশটির লেনদেন উদ্বৃত্তের সমতা আছে ধরা হয় ।
৩) খোলা অর্থনীতি বা মুক্ত অর্থনীতি (Open Economy )বলতে কী বোঝো ?
উত্তর : যে অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে এবং বিদেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন সম্পর্ক বজায় রাখে সেই অর্থনীতিকে খোলা অর্থনীতি বা মুক্ত অর্থনীতি বলে ।
৪) বাণিজ্য উদ্বৃত্ত বলতে কী বোঝো?
উত্তর : একটি নির্দিষ্ট সময় একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের জনসাধারণের যাবতীয় দৃশ্য রপ্তানি ও দৃশ্য আমদানির ধারাবাহিক হিসেবকে ওই দেশের বাণিজ্য উদ্বৃত্ত বলা হয়।
৫) লেনদেন উদ্বৃত্ত এবং বাণিজ্য উদ্বৃত্ত এর মধ্যে পার্থক্য নির্দেশ কর ।
উত্তর: লেনদেন উদ্বৃত্তের ধারণাটি তুলনামূলকভাবে ব্যাপক ,অন্যদিকে বাণিজ্য উদ্বৃত্তের ধারণাটি কিছুটা সংকীর্ণ।
লেনদেন উদ্বৃত্ত হল চলতি খাত ও মূলধনী খাতের হিসেবের সমগ্র অংশ , অন্যদিকে বাণিজ্য উদ্বৃত্ত হল চলতি খাতে হিসাবের একটি অংশ।
৬) বৈদেশিক মুদ্রার বিনিময় হার কি?
উত্তর : কোন একটি দেশের মুদ্রার এক এককের বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা যত একক পাওয়া যায় তাকেই বলে ওই দুটি মুদ্রার বিনিময় হার। অর্থাৎ দুটি দেশের অর্থ পরস্পরের সঙ্গে যে হারে বিনিময় হয় তাকেই বলে উভয় দেশের বৈদেশিক বিনিময় হার।
৭) অবমূল্যায়ন বা মুদ্রামান হ্রাস বলতে কী বোঝো?
উত্তর : বৈদেশিক মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার বিনিময় মূল্য কম করা হলে তাকে বলে অবমূল্যায়ন বা মুদ্রামান হ্রাস।