সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভারতে দারিদ্র্যতা (Poverty in India) ভারতে দারিদ্র্য বজায় থাকার কারণ (Causes of persistance of poverty in India) ভারতের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি (Poverty alleviation programs in India)

ভারতে দারিদ্র্যতা (Poverty in India)     বেঁচে থাকার জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কিছু পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করতে হবে। যে সমস্ত দ্রব্যসামগ্রী ভোগ করে কোন একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্যসামগ্রীকে দারিদ্র্যের নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে এই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে, টাকার অংকে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয় এবং টাকার অঙ্কে এটাই হল দারিদ্র্য সীমার সংজ্ঞা। যে সমস্ত ব্যক্তি এই পরিমাণ ভোগ ব্যয় করতে পারে না তাদেরই আমরা বলি দরিদ্র।  ভারতের পরিকল্পনা কমিশনের মতে 1960 থেকে 61 সালের মূল্যস্তর অনুযায়ী যেসব ব্যক্তির মাসিক ভোগ ব্যয় কুড়ি টাকার কম তারাই দারিদ্র্যসীমার নিচে আর যেসব ব্যক্তির মাসিক ভোগব্যয় কুড়ি টাকার অথবা তারও বেশি তারায দারিদ্র্যসীমার উপরে।এই হিসাবটি নিম্নতম মান অর্থাৎ 2250 ক্যালোরি সংগ্রহ করার জন্য যে ভোগ্যদ্রব্য ভোগ করতে হবে সেই হিসাব ধরেই করা হয়েছে।  ক্যালরির মাধ্যমে দারিদ্র্য পরিমাপকে জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। অনেকেই এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেন না। তাদের বক্তব্য বিভিন্ন অঞ্চলের লোকেদের ...
সাম্প্রতিক পোস্টগুলি

বাজেট ঘাটতি কাকে বলে ?বিভিন্ন ধরনের বাজেট ঘাটতি (সুষম বাজেট, ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট) /ঘাটতি ব্যয়ের প্রভাব /ভারতে ঘাটতি বাজেটের প্রভাব What is budget deficit ?different types of budget deficit/ deficit financing or deficit budget and its effects/ effects of deficit budget in India

  বাজেট ঘাটতি কাকে বলে ?বিভিন্ন ধরনের বাজেট ঘাটতি /ঘাটতি ব্যয়ের প্রভাব /ভারতে ঘাটতি বাজেটের প্রভাব  What is budget deficit ?different types of budget deficit/ deficit financing or deficit budget and its effects/ effects of deficit budget in India  সাধারণভাবে আয়-ব্যয়ের হিসাবকে বাজেট বলা হয়। কোন একটি আর্থিক বছরের শুরুতে আগামী এক বছরের মধ্যে সরকারের সম্ভাব্য আয় এবং প্রস্তাবিত ব্যয়ের যে হিসাব সরকার লিখিতভাবে পেশ করে তাই হল বাজেট। আগামী বছরে সরকারের সম্ভাব্য আয় কত হবে এবং কোন কোন উৎস থেকে ওই আয় আসবে তা বাজেটে উল্লেখিত থাকে। আবার আগামী আর্থিক বছরে সরকারের প্রস্তাবিত ব্যয় কত হবে এবং কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তাও বাজেটে উল্লেখিত থাকে।  সরকারের আয় এবং ব্যয়ের তুলনার ভিত্তিতে বাজেটকে তিনটা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। সুষম বাজেট, ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট।  যখন বাজেটে প্রস্তাবিত আয় এবং প্রস্তাবিত ব্যয় পরস্পরের সমান হয় তখন তাকে সুষম বাজেট বলে।  যখন বাজেটে প্রত্যাশিত আয় অপেক্ষা প্রস্তাবিত ব্যয় বেশি হয় তখন সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে।  অন্য...

গ্রামীণ উদ্যোগ কাকে বলে ?ভারতে গ্রামীণ উদ্যোগের গুরুত্ব কি? ভারতে গ্রামীণ উদ্যোগের সমস্যা গুলি আলোচনা করো। Rural Entrepreneurship in India

  গ্রামীণ উদ্যোগ কাকে বলে ?ভারতে গ্রামীণ উদ্যোগের গুরুত্ব কি? ভারতে গ্রামীণ উদ্যোগের সমস্যা গুলি আলোচনা করো।  গ্রামাঞ্চলে স্থানীয় সম্পদ এবং সুযোগ-সুবিধার উপর নির্ভর করে যখন ব্যবসায়িক ভিত্তিতে কোন উদ্যোগ গ্রহণ করা হয় তখন তাকে গ্রামীণ উদ্যোগ বলা হয় ।এক্ষেত্রে গ্রামাঞ্চলে সার্বিক উন্নয়নের কথামাথায় রাখা হয়।  ভারতে গ্রামীণ উদ্যোগের গুরুত্ব গ্রামাঞ্চলে উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়েছে।  গ্রামীণ উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিকাঠামগত উন্নয়ন সম্ভব হয়েছে। গ্রামের উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে এবং বেকার সমস্যা দূর হয়েছে।  গ্রামীন এলাকার জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে।  গ্রামাঞ্চলে স্বনির্ভরতা বৃদ্ধি পেয়েছে।  ভারতে গ্রামীণ উদ্যোগের সমস্যা ভারতের গ্রামীণ উদ্যোগে প্রধান সমস্যা হল মূলধনের সমস্যা।মূলধনের অভাবে অনেক উদ্যোগ বাস্তবায়িত হয় না।  আরেকটি সমস্যা হচ্ছে কাঁচামালের সমস্যা। গ্রামাঞ্চলে শিল্প উদ্যোগের অন্যতম আরেকটি সমস্যা হল কাঁচামালের সমস্যা। উদ্যোগের জন্য প্রয়োজনীয় কাঁচাম...

একচেটিয়া বাজারের ভারসাম্য Equilibrium in Monopoly

  একচেটিয়া বাজারের ভারসাম্য  Equilibrium in Monopoly যে বাজারে একজন মাত্র বিক্রেতা অসংখ্য ক্রেতার কাছে দ্রব্য বিক্রি করে এবং যেখানে দ্রব্যটির কোন ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য থাকে না সেই বাজারকে একচেটিয়া বাজার বলে। এই ধরনের বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় তা জানার জন্য একচেটিয়া ফার্মের ভারসাম্য কোথায় হয় তা জানা দরকার। আমরা ধরে নিচ্ছি যে একচেটিয়া ফার্মের উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিক করা। যেখানে একচেটিয়া ফার্ম সর্বাধিক মুনাফা পাবে সেখানে একচেটিয়া ফার্ম ভারসাম্য অর্জন করবে।  একচেটিয়া বাজারে মুনাফা সর্বাধিক করার প্রথম শর্ত হল MR = MC অর্থাৎ প্রান্তিক রেভিনিউ = প্রান্তিক ব্যয় হওয়া দরকার।  মুনাফা সর্বাধিক করার দ্বিতীয় শর্ত হল MRরেখার ঢাল MC রেখার ঢালের চেয়ে কম হবে। এই শর্তটি পালিত হবে যখন MC রেখা MR রেখাকে নিচের থেকে ছেদ করবে।  সুতরাং দেখা যাচ্ছে যে একচেটিয়া বিক্রেতার সেই বিন্দুতে ভারসাম্য হবে যেখানে  MR =MC MC রেখা MR রেখাকে নিচের থেকে ছেদ করবে।  লক্ষ্য করার বিষয় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের জন্য MC রেখা উর্ধ্বমুখী হওয়া দরকা...

পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম (laws of variable proportions and laws of return to scale)

  পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম (laws of variable proportions and laws of return to scale)  উপাদানের পরিমাণ পরিবর্তিত হলে কিভাবে মোট উৎপাদন পরিবর্তিত হবে সে সম্পর্কে দুটি নিয়ম আছে। একটি হলো পরিবর্তনীয় অনুপাতের নিয়ম এবং অপরটি হল মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম।  পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি(Laws of variable proportions)  অন্যান্য উৎপাদনের উপাদানকে অপরিবর্তিত রেখে যদি একটি উপাদানকে ক্রমাগত বাড়ানো হতে থাকে তাহলে ওই উপাদানের বিভিন্ন ইউনিটের মোট উৎপাদন প্রথমের দিকে ক্রমবর্ধমান হারে বাড়বে তবে মোট উৎপাদন বৃদ্ধির হার ক্রমে ক্রমে কমে আসবে। অর্থাৎ পরিবর্তনশীল উপাদানটির গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন প্রথমের দিকে বাড়লেও পরে কমবে। যেহেতু পরিবর্তনশীল উপাদানটির গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন অবশেষে কমে আসছে সেজন্য এই নিয়মটিকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ও বলা হয়। সুতরাং এই নিয়মটি থেকে কতকগুলি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে।  একটি উপাদানকেই কেবলমাত্র পরিবর্তন করা হবে এবং অন্যান্য উপাদ...

উৎপাদনের সময়কাল - স্বল্পকাল ও দীর্ঘকাল Short run and Long run in production. স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদনের ধারণার মধ্যে পার্থক্য Distinguish between the concepts of short run and long run production.

  উৎপাদনের সময়কাল - স্বল্পকাল ও দীর্ঘকাল Short run and Long run in production.  স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদনের ধারণার মধ্যে পার্থক্য  Distinguish between the concepts of short run and long run production.  উৎপাদনের সময় কালকে আমরা দু ভাগে ভাগ করতে পারি স্বল্পকাল এবং দীর্ঘকাল।  স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়কে বুঝি যার মধ্যে সমস্ত উৎপাদনের উপাদানকে পরিবর্তন করা যায় না।সেই জন্য স্বল্পকালে উপাদান গুলিকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হল স্থির উপাদান আর অন্যটি হল পরিবর্তনীয় ব্যয়।  অন্যদিকে দীর্ঘকাল বলতে আমরা এমন সময়কে বুঝি যে সময় সমস্ত উপাদানকে পরিবর্তন করা যায় ,কোন উপাদানের স্থির উপাদান থাকে না। এখানে ঠিক কতটা সময়কে দীর্ঘকাল হিসেবে ধরা যাবে তার কোন নির্দিষ্ট নিয়ম নেই। বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘকাল বিভিন্ন সময় হতে পারে। যেসব দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উপাদানগুলিকে শীঘ্র পরিবর্তন করা যায় সেগুলোর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময়কে দীর্ঘকাল হিসেবে ধরা যেতে পারে। কিন্তু যেসব দ্রব্যের ক্ষেত্রে উপাদান গুলিকে শীঘ্র পরিবর্তন করা যায় না স...

উৎপাদন কাকে বলে ?উৎপাদনের উপাদান সমূহ What is Production ? Factors of Production

উৎপাদন কাকে বলে ?উৎপাদনের উপাদান সমূহ  What is Production ? Factors of Production  উৎপাদন কাকে বলে এ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ যার উদ্দেশ্য কোন এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। যেমন শিল্প কারখানায় যে দ্রব্য উৎপাদিত হচ্ছে সেখানে বস্তুর রূপান্তর ঘটছে কারণ কাঁচামালকে সেখানে উৎপন্ন দ্রব্যে রূপান্তরিত করা হচ্ছে। অন্যদিকে আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করা। উপযোগিতা হলো অভাব মোচনের ক্ষমতা। এই উপযোগিতা সৃষ্টি করাই হলো উৎপাদন।  উৎপাদনের উপাদানসমূহ (factors of production)  কোন দ্রব্য উৎপাদন করার জন্য যে সমস্ত বিষয়ের প্রয়োজন হয় তাদের উৎপাদনের উপাদান বলে। উৎপাদনের চারটি উপাদান রয়েছে জমি ,শ্রম ,মূলধন এবং সংগঠন। এই চারটি উপাদানের কোন একটিকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে উৎপাদন সম্ভব নয়।   জমি -  জমিকে উৎপাদনের প্রথম উপাদান বলে গণ্য করা হয়। জমি কথাটি অর্থনীতিতে একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। জমি বলতে সব রকম প্রাকৃতিক সম্পদ কে বোঝায়...

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বাজার ব্যবস্থার বৈশিষ্ট্য ,গুণাবলী এবং ত্রুটি (Capitalist Economy)

ধনতান্ত্রিক অর্থব্যবস্থা (Capitalist Economy)  যে ব্যবস্থা মানুষের মৌলিক সমস্যা সমাধানের জন্য উপাদান সংগ্রহ ও বন্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে,তাকে বলে অর্থব্যবস্থা।  অর্থব্যবস্থা কে মূলত দুটি ভাগে ভাগ করা যায় - ধনতান্ত্রিক অর্থব্যবস্থা  সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা  আমরা এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা বাজার ব্যবস্থার বৈশিষ্ট্য ,গুণাবলী এবং ত্রুটিগুলি আলোচনা করব ।  যে অর্থব্যবস্থায় সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং যেখানে অবদানের ভিত্তিতে বিভিন্ন উপাদানের মধ্যে দ্রব্য বন্টিত হয় এবং উৎপাদন বন্টন ইত্যাদির ক্ষেত্রে কোন সরকারি হস্তক্ষেপ থাকে না তাকেই  ধনতান্ত্রিক অর্থব্যবস্থা  বলা হয়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা বাজার ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা করা হল- ব্যক্তিগত সম্পত্তি  :- বাজার অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হল সম্পত্তির ব্যক্তিগত মালিকানা অর্থাৎ ব্যক্তি জমি, বাড়ি, কলকারখানা, যন্ত্রপাতি এবং উৎপাদনের অন্যান্য উপাদানের মালিক হয়।  উদ্যোগের স্বাধীনতা : - এই ধরনের অর্থনীতিতে প্রত্যেক ব্যক্তি  তার পছন...

স্থির ব্যয় (Fixed cost) ও পরিবর্তনশীল ব্যয়ের (Variable cost) মধ্যে পার্থক্য আলোচনা করো।

  স্বল্পকালে কোন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কে দুটি ভাগে ভাগ করা যায় - 1) স্থির ব্যয় ও 2) পরিবর্তনশীল ব্যয়।  স্থির ব্যয় - যে ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না,উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে যে ব্যয় একই থাকে তাকে বলে স্থির ব্যয়। পরিবর্তনীয় ব্যয় -  উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় পরিবর্তিত হয় তাকে বলে পরিবর্তনীয় ব্যয় । স্থির ব্যয়  ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য গুলি হল - 1) স্থির  ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে এই ব্যয় একই থাকে।  অন্যদিকে পরিবর্তনীয় ব্যয়ের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে ।উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনীয় ব্যয় পরিবর্তিত হয়।  2)স্থির উপাদান নিয়োগ করতে যে ব্যয় হয় তা হল স্থির ব্যয় ।  অন্যদিকে পরিবর্তনীয় উপাদান নিয়োগ করতে যে ব্যয় হয় তা হল পরিবর্তনীয় ব্যয় । 3) মোট উৎপাদন শূন্য হলেও স্থির ব্যয় মেটাতে হয়। অন্যদিকে, উৎপাদনের পরিমাণ শূন্য হলে পরিবর্তনীয় ব্যয়ও শূন্য হবে।  4)স্থির ব্যয় কেবলম...

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfectly competitive market) কাকে বলে?পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

  পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfectly competitive market) কাকে বলে?পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।  যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং প্রত্যেকেই একটি সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়।  পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য  (characteristics or features of a perfectly competitive market) :- ১) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। প্রত্যেক ক্রেতা বাজারের মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশ দখল করে থাকে। তেমনি প্রতি বিক্রেতা ও বাজারের মোট জোগানের অতি ক্ষুদ্র অংশ জোগান দিয়ে থাকে। ফলে কোনো একজন ক্রেতা বা কোনো একজন বিক্রেতা একক ভাবে দাম কে প্রভাবিত করতে পারে না।  ২) পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে। সমজাতীয় দ্রব্য বাজারে বিক্রি হওয়ার ফলে বাজারে একটি মাত্র দাম ই থাকবে যে দামে দ্রব্যটি কেনাবেচা হবে। ৩) পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন সময় নতুন ক্রেতা ও বিক্রেতা বিনা বাধায় বাজারে প্রবেশ করতে পারে এবং পুরনো ক্রেতা ...